ঢাকা: জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, সেপ্টেম্বর পর্যন্ত ১০০ বছর বা তার বেশি বয়সী নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৭৬৩ জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ। শতবর্ষীদের মধ্যে প্রায় ৮৮ শতাংশই নারী।বিশ্বের সর্বোচ্চ গড় আয়ুসম্পন্ন দেশগুলোর একটি জাপান। স্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে দেশটিতে শতবর্ষী মানুষের সংখ্যা প্রতি বছরই বাড়ছে। তবে কম জন্মহার ও দ্রুত বয়স্ক জনগোষ্ঠীর বৃদ্ধিও জাপানের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।বর্তমানে জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন ১১৪ বছর বয়সী শিগেকো কাগাওয়া, যিনি নারা শহরের ইয়ামাতোকোরিয়ামায় বসবাস করেন। সবচেয়ে বয়স্ক পুরুষ কিয়োতাকা মিজুনোর বয়স ১১১ বছর। তিনি ইওয়াতা শহরের বাসিন্দা।স্বাস্থ্যমন্ত্রী তাকামারো ফুকোকা ৮৭ হাজার ৭৮৪ জন নারী ও ১১ হাজার ৯৭৯ জন পুরুষ শতবর্ষীকে অভিনন্দন জানান এবং সমাজে তাদের...