টেক্সটেক বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিয়েছে এক্সেনটেক পিএলসি। এক্সেনটেক এই প্রদর্শনীতে এন্টারপ্রাইজ রিসোর্স সিস্টেম-ইআরপিসহ উদ্ভাবনী ও উন্নত সমাধানগুলো প্রদর্শন করছে। সেমস গ্লোবাল ইউএসএ’র আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চারদিনব্যাপী এ প্রদর্শনী গত ১০ সেপ্টেম্বর শুরু হয়েছে, চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে ১১ সেপ্টেম্বর বস্ত্র ও পোশাক খাতের প্রযুক্তি ও যন্ত্রপাতি নিয়ে একটি সেমিনার আয়োজন করে এক্সেনটেক। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘ফাইভ-জি, ক্লাউড অ্যান্ড বিয়ন্ড: শেপিং এ সাসটেইনেবল আরএমজি ইন্ডাস্ট্রি’। সেমিনারে দেশের বস্ত্র ও পোশাক খাতকে টেকসই ও উদ্ভাবন-সক্ষম করে তুলতে ফাইভজি প্রাইভেট নেটওয়ার্ক, ফিক্সড ওয়্যারলেস এক্সেস (এফডব্লিউএ), ক্লাউড ও অ্যাপ্লিকেশনের ভূমিকা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, রবি আজিয়াটা পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক এন্টারপ্রাইজ সলিউশন, ক্লাউড প্ল্যাটফর্ম,...