ঢাকার আগারগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে বেতার ভবনের সামনে থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিল থেকে দুজনকে আটক করার তথ্য দিয়েছে পুলিশ। মিছিলে থাকা আওয়ামী লীগের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জননেত্রী শেখ হাসিনাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে সরকার হয়রানি করছে। অবৈধ সরকার যা ইচ্ছে তাই করছে, এর প্রতিবাদে মিছিল করেছি।" মিছিলের আশপাশে থাকা একজন পুলিশ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেতার ভবনের সামনে থেকে জড়ো হয়ে কয়েকশ লোক স্লোগান দিতে দিতে আগারগাঁও মেট্রোরেলের দিকে চলে গেছেন।” আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, “মিছিলে অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা, শেখ হাসিনা, জয় বাংলা’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাঁসবে’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’; ‘হাঠাও ইউনূস, বাঁচাও...