ভারতের পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর অশান্ত হয়ে ওঠার দুই বছরের বেশি সময় পর রাজ্যটি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একটি জনসভায় দেওয়া বক্তব্যে রাজ্যে পুরোপুরি শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শনিবার মণিপুর রাজ্যের চূড়াচাঁদপুরে আয়োজিত এক সভায় তিনি শনিবার বলেন, আমরা মণিপুরকে শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে গড়ে তুলতে চাই। আমি আজ আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আপনাদের সঙ্গে রয়েছি। মণিপুরে স্থিতিশীলতা ফেরাতে, শান্তি আনার জন্য সরকার কাজ করছে। মণিপুরে ২০২৩ সালের মে মাস থেকে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়েছিল। তারপর ২৮ মাস কেটে গিয়েছে। কেন প্রধানমন্ত্রী মণিপুর সফরে যাননি, তা নিয়ে সমালোচনা করতে ছাড়েনি বিরোধী দলগুলোও। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে মণিপুরের বাসিন্দাদেরও। পাঁচ সফরের অংশ হিসেবে মোদী মণিপুরে রয়েছেন। আজ মিজোরামও সফর করছেন...