শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অবৈধভাবে পাচার হয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাজ্যের খ্যাতনামা গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)। বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত এফটির প্রামাণ্যচিত্র ‘Bangladesh’s Missing Billions, Stolen in Plain Sight’-এ এ তথ্য তুলে ধরা হয়েছে।প্রামাণ্যচিত্রে বলা হয়, বিদেশে পাচার হওয়া টাকার অন্যতম প্রধান গন্তব্য ছিল লন্ডন। সেখানে এই পাচারকৃত অর্থের বড় অংশ বিনিয়োগ হয়েছে সম্পত্তি কেনাবেচার মাধ্যমে। এ কাজে ব্যবহার করা হয়েছে ওভার-ইনভয়েসিং ও আন্ডার-ইনভয়েসিং, হুন্ডি প্রক্রিয়া এবং বিদেশে সম্পদ কেনার নানা চ্যানেল।শুরুতেই তুলে ধরা হয় শেখ হাসিনার নাটকীয় পতনের প্রেক্ষাপট। দেখানো হয় জুলাই মাসে হওয়া ছাত্র-জনতার অভ্যুত্থান এবং তার পেছনের ক্ষোভের কারণ। সেখানে অংশ নেন ছাত্রনেতা রাফিয়া রেহনুমা হৃদি ও রেজওয়ান আহমেদ রিফাদ। পাশাপাশি বিশ্লেষণ তুলে ধরেন ফিন্যান্সিয়াল টাইমসের দক্ষিণ এশিয়া ব্যুরো...