৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। সরকারের পরিবর্তনের পর সাধারণ মানুষ ভেবেছিল নতুন প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখবে। কিন্তু বাস্তব চিত্র তেমন আশাব্যঞ্জক নয়। ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মব জাস্টিসসহ নানা অপরাধ আগের তুলনায় বেড়েছে বলে অভিযোগ উঠছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ, আর এই প্রেক্ষাপটে পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা। ৫ আগস্টের ঘটনার পর পুলিশ বাহিনীর একটি বড় অংশ হতাশায় ভুগছে। রাজনৈতিক অস্থিরতার সময় বহু পুলিশ সদস্য হামলা, মামলা ও হামলার শিকার হন। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আমার সংবাদকে বলেন, `আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। যে সরকার ক্ষমতায় থাকে, তার নির্দেশেই আইন প্রয়োগ করতে হয়। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের সময়...