বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক আলমগীরের নামে চলছে অসংখ্য ভুয়া ফেসবুক আইডি, গ্রুপ ও ফ্যান পেজ। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে আলমগীরের কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট বা প্রোফাইল নেই। এ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে, জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। সম্প্রতি তিনি জানান, এসব ভুয়া পেজ ও গ্রুপের সঙ্গে তার বাবার কোনো সম্পৃক্ততা নেই। বিশেষ করে ‘নায়ক আলমগীর ফ্যানস ক্লাব’ নামের একটি ফেসবুক পেজে সাড়ে ৬ লাখেরও বেশি অনুসারী থাকলেও এর সঙ্গে কিংবদন্তি এই নায়কের কোনো সম্পর্ক নেই।আরো পড়ুন:আদালত থেকে যে রায় পেলেন ঐশ্বরিয়ামুসলিম পরিবারে বড় হয়েছি: দিয়া মির্জা আঁখি আলমগীর ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, “এসব বন্ধ করেন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানি না। তবে কার নাম দিয়ে চালাচ্ছেন, তা বুঝে এরপর থেকে পোস্ট করবেন। যার নামে পেজ চালাচ্ছেন, তার বিশালতাকে...