এবারের মেলায় পাঠক-দর্শনার্থীদের জন্য থাকছে শিশুচত্বর, মিডিয়া কর্নার, নারীদের আলাদা বসার স্থান, লিটল ম্যাগাজিন কর্নার, লেখক কর্নার, চা-কফি ও ফুড কর্নার এবং ইনফরমেশন সেন্টার। এ ছাড়া বিশাল মঞ্চে অনুষ্ঠিত হবে লেখক-প্রকাশক-পাঠক মিলনমেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন।ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ডক্টর উমর ফাহমী। এ ছাড়া মেলায় অংশগ্রহণকারী বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, নব্বইয়ের দশকের শেষ দিকে সীমিত পরিসরে ইসলামি বইমেলার যাত্রা শুরু হলেও এখন তা দেশের সবচেয়ে বড় ইসলামি বইমেলায় পরিণত হয়েছে। এবারের আয়োজনকে ঘিরে লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে ইতোমধ্যেই উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী...