অফিস, ক্লাসরুম বা বন্ধুদের গ্রুপ — প্রায় প্রতিটি জায়গাতেই কিছু মানুষ থাকে যারা স্বতঃস্ফূর্তভাবে অন্যদের নজর কেড়ে নেয়। তাদের সঙ্গে সবাই কথা বলতে চায়, প্রয়োজনে সাহায্য চায়। এমন মানুষদের মধ্যে এমন কিছু অভ্যাস আছে, যা তাদের অন্যদের চেয়ে আলাদা করে তোলে। কিন্তু তারা কখনো বেশি চিৎকার করেন না, নিজেদের গল্প বা কীর্তি অতিরঞ্জিত করে শোনান না। বরং প্রতিদিন সচেতনভাবে নেওয়া ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে তারা সবার কাছে নিজের উপস্থিতি প্রকাশ করেন। কী সেই অভ্যাসগুলো? জেনে নিন এমন ছয়টি অভ্যাস, যা আপনাকেও সবার কাছে ভরসা ও পছন্দের মানুষে পরিণত করতে পারে - বড় বড় কথা বা লোক দেখানো আচরণের মাধ্যমে বিশ্বাস তৈরি হয় না। বিশ্বাস তৈরি হয় প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমে। হোক তা একটা ইমেল পাঠানো, কোনো কাজ সম্পন্ন করা বা শুধু...