শুধু সরকারের জন্য অপেক্ষা না করে ব্যবসায়ীদের নিজ নিজ জায়গা থেকে এলডিসি গ্র্যাজুয়েশনের সময় বাড়াতে উদ্যোগ গ্রহণ করতে বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, এত অল্পসময়ে শুধু সরকারের পক্ষে এলডিসি গ্র্যাজুয়েশনের সময় বাড়ানো প্রায় অসম্ভব। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘এলডিসি গ্র্যাজুয়েশন ও বাংলাদেশের প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা। আনিসুজ্জামান চৌধুরী বলেন, আপনারা (ব্যবসায়ীরা) আপনাদের জায়গা থেকে বায়ারদের মাধ্যমে আমদানিকারক দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যান। শুধু ইউকে কিংবা কয়েকটি দেশে সমর্থন দিয়ে এলডিসি গ্র্যাজুয়েশন থামানো সম্ভব নয়। বায়ারদের মাধ্যমে তাদের দেশের সরকারের সমর্থন আনতে আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান। এলডিসি গ্র্যাজুয়েশনের পথে বাংলাদেশ নেপাল ও লাওস থেকে ভালো অবস্থানে আছে জানিয়ে আনিসুজ্জামান...