এলডিসি গ্র্যাজুয়েশন হতে হবে, তার বিকল্প নেই জানিয়ে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাশরুর রিয়াজ বলেন, কখন এলডিসি গ্র্যাজুয়েশন হবে সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এক্ষেত্রে সরকার ও প্রাইভেট সেক্টরকে বসেই সময় ঠিক করতে হবে। গ্র্যাজুয়েশন হলে সমস্যা কী হবে তা নিয়েও আলোচনা করতে হবে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এলডিসি গ্র্যাজুয়েশন ও বাংলাদেশের প্রস্তুতি শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা। নেপাল ও লাওসের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরে মাশরুর রিয়াজ বলেন, রপ্তানি বাজার বিশ্লেষণে আমাদের বাজার তুলনামূলকভাবে অনেক বড়, নেপাল ও লাওস সেখানে অনেক পিছিয়ে আছে। তাই নেপাল ও লাওসের গ্র্যাজুয়েশন সহজ হলেও...