অবশেষে দুদিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার বিকাল ৫টার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে ফল ঘোষণা শুরু করেছে নির্বাচন কমিশন। ফল ঘোষণার আগমুহূর্তে শিক্ষার্থীরা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন। এ সময় তাদের স্লোগানে প্রকম্পিত হয় সিনেট ভবন। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বিকালে ফল ঘোষণার সময় সিনেট ভবনে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।এ সময় শিবির ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ স্লোগান দেন। তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন। এর আগে ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণার সময়ও সিনেট ভবনে ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন শিবিরের নেতাকর্মীরা।এছাড়া বিশ্ববিদ্যালয়ে হিজাবফোবিয়ার বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি স্বৈরশাসক খুনি হাসিনার বিচার দাবি করেন সাধারণ ছাত্র-ছাত্রীরা।ওই দিন ছাত্রশিবির সমর্থিত প্যানেল বিজয়ী...