রেকর্ড আর মাঠের লড়াইয়ে যুগপৎ প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তবে ইউরোপীয় ফুটবল ছাড়ার পর আয়ের দিক থেকে অনেকটাই এগিয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা। যুক্তরাজ্যের ওয়েবসাইট বেস্টবেটিংঅফার্স-এর সাম্প্রতিক প্রতিবেদন বলছে, গত এক বছরে রোনালদোর আয় মেসির চেয়ে প্রায় দ্বিগুণ। প্রতিবেদন অনুযায়ী, গেল বছরে রোনালদোর আয় ছিল ১৯ কোটি ২৪ লাখ পাউন্ড। সৌদি ক্লাব আল নাসরের বিশাল অঙ্কের বেতন, ব্যক্তিগত স্পনসরশিপ ও নানা খাতে বিনিয়োগ মিলিয়ে আয়ের শীর্ষে উঠে এসেছেন তিনি। হিসাব অনুযায়ী, প্রতি সেকেন্ডে রোনালদোর আয় ৬ দশমিক ১০ পাউন্ড। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলা লিওনেল মেসির আয় ৯ কোটি ৯৯ লাখ পাউন্ড। মাঠের আয় তুলনামূলক কম হলেও, স্পনসরশিপ ও বিনিয়োগ থেকেই মেসির আয় আসে বেশি। আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন স্প্যানিশ গলফার জন রাহম। তার আয় ১৬ কোটি ৩২...