ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, এই হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে হামলা চালানো হয় বলে দাবি তাদের। বরেলির সিভিল লাইন্স এলাকার ৪০ নম্বর ভিলায় অবস্থান করছেন দিশার পরিবার। সেখানেই চলে গুলিবর্ষণ। ঘটনার পর পরই ফেসবুকে এক পোস্টে নিজেদের দায় স্বীকার করে গোল্ডি ব্রার গ্যাং। পোস্টে লেখা হয়, ‘এই হামলা ছিল শুধুই একটি ট্রেলার। কেউ যদি আমাদের ধর্ম বা সাধুদের অপমান করে, তাহলে ভবিষ্যতে তাকে জীবিত রাখা হবে না।’ গ্যাংয়ের দাবি, দিশার বড় বোন খুশবু পাটানি হিন্দু ধর্মগুরু প্রেমানন্দ ও অনিরুদ্ধাচার্যের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেছেন। ধর্ম ও সাধুদের রক্ষায় তারা যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত বলে জানিয়েছে হামলাকারীরা। প্রসঙ্গত, ধর্মীয় এক সভায় অনিরুদ্ধাচার্য লিভ-ইন সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তার বক্তব্যে নারীদের ‘শয্যাসঙ্গিনী’...