ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন বলেছেন, আমরা রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য। জনগণকে ভোগান্তি দেওয়ার জন্য না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করে বলেছেন- জনভোগান্তি হয় আমরা এমন প্রোগ্রাম করব না। জনবান্ধব যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে আমরা সেই কর্মকাণ্ডগুলো করব।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিমানবন্দর থানা অন্তর্গত কাওলা খাল পরিষ্কারের সময় তিনি এসব কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উত্তরায় গত ২ সেপ্টেম্বর থেকে খাল- ডোবা-নর্দমা পরিষ্কার অব্যাহত রেখেছেন বলে জানান এসএম জাহাঙ্গীর হোসেন।তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- আমরা যদি প্রতিটা মহল্লায় প্রতিটা এলাকায় জলাবদ্ধ জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে ডেঙ্গু, চিকনগুনিয়া এই ধরনের মশা-মাছির মহামারি এবং নোংরা থেকে আমাদের সমাজকে আমরা রক্ষা করতে পারব। আমাদের সমাজের...