আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর প্রথমবার মাঠে নামার আগে বড় এক ধাক্কা খেয়েছে বার্সেলোনা। চোটের কারণে লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য খেলোয়াড়দের একজন লামিনে ইয়ামাল। চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে তার খেলা নিয়েও জেগেছে শঙ্কা। শনিবার সকালে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি ইয়ামাল। তখনই স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে খবর ছড়িয়ে পড়ে, ভালেন্সিয়ার বিপক্ষে হয়তো খেলতে পারবেন না তরুণ এই তারকা। পরে সংবাদ সম্মেলনে তা নিশ্চিত করে দেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। বিশ্বকাপ বাছাইয়ে স্পেনের সবশেষ দুই ম্যাচে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে খেলে বার্সেলোনায় ফেরেন ইয়ামাল। তার চোটের জন্য স্পেন জাতীয় দলকে তোপ দাগলেন ফ্লিক। “তাকে পাওয়া যাবে না (ভালেন্সিয়ার বিপক্ষে)। এটা দুঃখজনক। সে ব্যথা নিয়ে জাতীয় দলে গিয়েছিল, সেখানে সে খেলেছে এবং খেলার জন্য তাকে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছিল।” “সে...