ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা দীর্ঘ দিন ধরে। সবশেষ কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় দুদেশ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ থামলেও এর প্রভাব এখনও কাটেনি। ক্রীড়াঙ্গনেও এর রেশ রয়েছে বেশ। দ্বন্দ্বের জের ধরে অনেকেই দাবি করেছেন চলমান এশিয়া কাপ টি-টুয়েন্টিতে দল দুটি ম্যাচ বাতিলের কথা। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন পেহেলগামে হামলায় নিহত একজনের বাবা। গত ২২ এপ্রিল ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় মারা যান ২৬ জন পর্যটক। তাদের মধ্য একজন ছিলেন সুভোম দ্বিবেদী। তার বাবা সঞ্জয় দ্বিবেদী ভারত সরকারের কাছে অনুরোধ করেছেন এ হামলার বিচার করতে। চেয়েছেন এশিয়া কাপে বাতিল করা হোক ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সঞ্জয় এই আহ্বান করেছেন, ‘২০২৫ সালের ২২ এপ্রিল পাকিস্তান আমাদের দেশের ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করে। ভারত সরকার বলেছিল যে পাকিস্তানের সাথে তাদের...