দুই বছরেরও বেশি সময় ধরে সহিংসতায় বিপর্যস্ত মণিপুরে শনিবার প্রথমবারের মতো সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চুরাচাঁদপুরে একটি জনসভায় তিনি বলেন, মণিপুরে সম্পূর্ণ শান্তি ফিরিয়ে আনতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি ঘোষণা দেন, ‘আমি আপনাদের সাথে রয়েছি।’ ২০২৩ সালের মে মাস থেকে জাতিগত সহিংসতায় অশান্ত হয়ে ওঠে মণিপুর। এরপর কেটে গেছে ২৮ মাস। এই দীর্ঘ সময়জুড়ে মোদির সফর না হওয়ায় বিরোধী দলগুলোর পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। চলমান পাঁচ রাজ্যের সফরের অংশ হিসেবে শনিবার প্রথমে মিজোরাম এবং পরে মণিপুরের ইম্ফল ও চুরাচাঁদপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। কুকি অধ্যুষিত চুরাচাঁদপুরে ঘরছাড়া মানুষদের সঙ্গে দেখা করে তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি—মণিপুরে আশা ও বিশ্বাসের নতুন এক ভোরের সূচনা হতে চলেছে।’ জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘মণিপুরের...