ঢাকা: হামাস নেতাদের হত্যা করতে কাতারের রাজধানী দোহায় স্থল অভিযান চালাতে অস্বীকৃতি জানিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তারা আশঙ্কা করেছিল, এমন অভিযানে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এবং যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনাও ভেস্তে যেতে পারে। কারণ, গাজা যুদ্ধ শুরুর পর থেকে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে কাতার।শুক্রবার (১২ সেপ্টেম্বর) দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর টাইমস অব ইসরায়েল।মোসাদের আপত্তির কারণে ইসরায়েল পরে দোহায় বিমান হামলা চালায়। তবে এতে হামাসের শীর্ষ নেতাদের হত্যা করা সম্ভব হয়নি। এ বিষয়ে নিশ্চিত হয় যখন শুক্রবার হামাস জানায়, শীর্ষ নেতা খলিলি আল হায়া ছেলের জানাজায় উপস্থিত ছিলেন। এর আগে দোহায় ইসরায়েলি হামলার পর গুজব ছড়ায়, হামলায় আল হায়া নিহত হয়েছেন।মোসাদের কর্মকর্তা বলেছে, জিম্মিদের ফিরিয়ে আনার জন্য একটি প্রস্তাব...