জার্মানির ক্ষমতাসীন জোটে থাকা দলগুলো তাদের দায়িত্ব নেয়ার মাত্র চার মাসের মধ্যেই জনসমর্থন হারাচ্ছে৷ জার্মান গণমাধ্যম বিল্ড আম সনটাগ সংবাদপত্রে প্রকাশিত একটি জরিপ অনুসারে এই তথ্য পাওয়া গেছে৷ জনপ্রিয়তায় শীর্ষে চলে এসেছে অভিবাসনবিরোধী হিসাবে পরিচিতকট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফর ডয়েচলান্ড- এএফডি৷ আইএনএসএ মতামত গবেষণা ইনস্টিটিউট ৮-১২ সেপ্টেম্বর এই জরিপ পরিচালনা করে৷ জরিপে অংশ নেয়া এক হাজার ২০৪ জনকে প্রশ্ন করা হয়েছিল, এই রোববার (১৪ সেপ্টেম্বর) ফেডারেল নির্বাচন হলে তারা কোন দলকে ভোট দিতে চান৷ জরিপের ফলে দেখা গেছে, চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের মধ্য-ডানপন্থি খ্রিস্টীয় গণতন্ত্রী ইউনিয়ন -সিডিইউ-এর জনসমর্থন রেটিংআগের সপ্তাহের তুলনায় এক শতাংশ কমে ২৫ শতাংশে চলে এসেছে৷ কট্টর ডানপন্থি দল এএফডির জনসমর্থন আগের সপ্তাহের মতোই ২৫ শতাংশই রয়েছে৷ অর্থাৎ, জরিপের রেটিংয়ে এখন এএফডি এবং সিডিইউ যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে৷ জার্মান...