লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে রবিবারের ম্যাচের আগে বড় দুঃসংবাদ শুনল বার্সেলোনা। কোচ হান্সি ফ্লিক নিশ্চিত করেছেন, চোটের কারণে খেলবেন না লামিন ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই দলের অপরিহার্য হয়ে ওঠা এই তারকা জাতীয় দলের হয়ে খেলে ফিরে আসেন অস্বস্তি নিয়ে। আজ দলের সঙ্গে অনুশীলনেও অংশ নেননি তিনি। পরে সংবাদ সম্মেলনে ফ্লিক ঘোষণা দেন—ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলছেন না ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষেও ইয়ামালকে পাওয়া যাবে না বলে জানিয়েছে স্প্যানিশ দৈনিক এএস। স্পেনের হয়ে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে খেলার সময় ইয়ামাল পিউবিসে ব্যথা পান। সপ্তাহজুড়ে জিমে কাজ করলেও ব্যথা কমেনি, তাই চিকিৎসকরা কোনো ঝুঁকি নিতে চাননি। গত মৌসুমে ডান উইংয়ে ইয়ামাল ছিলেন নির্ভরযোগ্য ভরসা। এবার ফ্লিকের ভাবনায় বিকল্প হিসেবে আছেন রাফিনিয়া, যিনি খেলতে পারেন ডানদিকে, আর বামদিকে থাকতে পারেন মার্কাস রাশফোর্ড।...