রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদের ২৩টি ও সিনেটের পাঁচটি পদের বিপরীতে লড়াই করবেন ৩২০জন। এবারের নির্বাচনে পুরুষ শিক্ষার্থীদের পাশাপাশি নারী শিক্ষার্থীদেরও ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। কেন্দ্রীয় সংসদ ও সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ৩২ জন নারী প্রার্থী। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছাড়াও ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা রয়েছেন।আরো পড়ুন:রাকসু নির্বাচন: ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে সড়ে দাঁড়ালেন ফাহিররাকসু নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫ প্রার্থী রাকসু নির্বাচন: ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে সড়ে দাঁড়ালেন ফাহির রাকসু নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫ প্রার্থী এর মধ্যে, ভিপি পদে একমাত্র নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসিন খান (২০২০-২১)। পাশাপাশি তিনি সিনেট সদস্য পদেও লড়ছেন। জিএস পদে রয়েছেন পরমা পারমিতা (২০১৮-১৯),...