নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) তৃতীয় ‘কৃষি জৈবপ্রযুক্তি যুব ফোরাম’ কর্মশালার উদ্বোধনী সেশন হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওআইসি-কমস্টেক, ইসলামিক ফুড সিকিউরিটি সংস্থার সঙ্গে শনিবার যৌথভাবে এ আয়োজন করে বলে এনএসইউ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সেশনে তুরস্ক, মালয়েশিয়া, আজারবাইজান, পাকিস্তান, কাজাখস্তানের প্রতিনিধিরা অংশ নেন। দুই দিনের এ আয়োজনের প্রথম দিনে বিভিন্ন প্রযুক্তিগত সেশনে তারা কথা বলেন। কৃষি-জৈবপ্রযুক্তিতে জ্ঞান ভাগাভাগি ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় কর্মশালায়। কমস্টেক ফোকাল পারসন ফর বাংলাদেশ ও এনএসইউ’র বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান বলেন, “জৈবপ্রযুক্তি কৃষি ও পুষ্টি চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন পথ খুলে দিতে পারে। আমাদের যুব সমাজকে এ যাত্রার নেতৃত্ব দিতে হবে এবং জ্ঞানকে বাস্তব সমাধানে রূপান্তর করতে হবে।” ইসলামিক ফুড সিকিউরিটি সংস্থার সহকারী মহাপরিচালক খুসরভ নোজিরি বলেন, “খাদ্য নিরাপত্তা একটি সম্মিলিত চ্যালেঞ্জ। এই ফোরাম যুব...