ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ক্লাব ফুটবলের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত দুই দফার স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। দুইবারই ইনজুরির কারণে বাইরে ছিলেন তিনি। তবে শেষবার বাদ পড়ার কারণ হিসেবে নেইমার বলেন, এটি ছিল কৌশলগত সিদ্ধান্ত, যা নিয়ে কোচের সঙ্গে মতবিরোধ দেখা যায়। নেইমারের জন্য জাতীয় দলে ফেরার শর্ত হিসেবে শতভাগ ফিট থাকার নিয়মই জুড়ে দিয়েছেন আনচেলত্তি। ২০২৩ সালের সেপ্টেম্বরে ৭৯ গোল করে পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা হন নেইমার। এরপরই এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ইনজুরিতে পড়েন এবং দীর্ঘ সময় মাঠের বাইরে চলে যান। সৌদি ক্লাব আল-হিলাল ও শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেললেও জাতীয় দলে আর ফেরা হয়নি নেইমারের। বার্সেলোনা ও পিএসজির এই সাবেক তারকার ক্যারিয়ারজুড়েই ইনজুরির হানা তাকে বারবার ছিটকে দিয়েছে মাঠ থেকে। চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের...