বাউল শাহ আবদুল করিমেরপ্রয়াণ দিবস ছিল গতকাল ১২ সেপ্টেম্বর। এ উপলক্ষে বাউলের সঙ্গে সাক্ষাতের স্মৃতি স্মরণ করে লিখেছেন প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপকমো. মোস্তাফিজুর রহমান। ২০০৫ সালের কথা। বিসিএস-তথ্য সার্ভিসে প্রবেশের মাস পেরোয়নি। এরই মধ্যে ফাউন্ডেশন ট্রেনিংয়ে যেতে হয়েছিল। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী হিসেবে মাঠপর্যায়ে, সিলেট অঞ্চলে লোক-ঐতিহ্য সংগ্রহের কাজ। সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউলসম্রাট শাহ আবদুল করিমের বাড়ি ছিল আমাদের গন্তব্য। তখনও এত মানুষের কাছে পরিচিত হয়ে উঠেননি এই সাধক। ঢাকা থেকে সিলেট, ভ্রমণ-ক্লান্তি না কাটতেই রওয়া দিই সুনামগঞ্জ। বিরতি না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন স্থানীয় শিল্পী বান্না সাহেব। আমাদের দলে ৬ জন, সুনামগঞ্জ পৌঁছালাম রাত সাড়ে ১২টায়। সার্কিট হাউসে রাত কাটিয়ে পরদিন সকালে রওনা দিলাম দিরাই বাজার। প্রচণ্ড বৃষ্টি। কাঁদা-পানিতে বাজারের প্রায় সব ডুবে গেছে।...