নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। হল সংসদের ফল ঘোষণার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ৫টা ৪০ মিনিটে সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা শুরু হয়। এ সময় আলবেরুনি হল সংসদের ফল ঘোষণা করা হয়। ২১ নম্বর (ছাত্র) হলের ভিপি ইবনে শিহাব, জিএস ওলিউল্লাহ মাহাদী এবং এজিএস হয়েছেন তুষার আহমেদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভিপি রাকিবুল ইসলাম, জিএস আলী আহমেদ ও এজিএস নির্বাচিত হয়েছেন সামিন ইয়াসির। আ ফ ম কামাল উদ্দিন হলের ভিপি জিএমএম রায়হান কবীর, জিএস আবরার শাহরিয়ার এবং (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এজিএস হয়েছেন রিপন মন্ডল। মীর মশাররফ হোসেন হলের ভিপি খালেদ জুবায়ের, জিএস শাহরিয়ার নাজিম এবং এজিএস হয়েছেন আরাফাত হোসেন। মওলানা ভাসানী হলের ভিপি আবদুল হাই...