দেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে ফেডারেশন কাপ দিয়ে। আগামী ২৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। প্রিমিয়ার লিগে খেলা ১০টি দল খেলবে ফেডারেশন কাপের ২০২৫-২৬ মৌসুমে। ১০ দলের এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হলো আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বাফুফে ভবনে। এবারের আসরে দুটি ভেন্যুতে হবে ফেডারেশন কাপের ম্যাচগুলো। বসুন্ধরা কিংস অ্যারেনার সঙ্গে রাখা হয়েছে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে। কুমিল্লার মাঠ দিয়েই শুরু হবে টুর্নামেন্ট। টুর্নামেন্টের একই গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আর মোহামেডান স্পোর্টিং ক্লাব। ‘বি’ গ্রুপে দেখা যাবে এই দুই দলের লড়াই। ‘এ’ গ্রুপে খেলবে ঢাকা আবাহনী। তাদের সঙ্গে আছেন ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ এমএফএস। টুর্নামেন্টের গ্রুপ অব ডেথ বলা যায় এই গ্রুপকে। ফেডারেশন কাপের এবারের মৌসুমে ১০টি দল ভাগ হয়ে খেলবে দুটি গ্রুপে। প্রতিটি গ্রুপে...