শরীয়তপুরের জাজিরায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে তীব্র সমালোচনার জেরে পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সমালোচনার মুখে শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে কালু বেপারী কান্দি এলাকায় নিজ বাড়ি থেকে মোক্তার বেপারীকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, দায় এড়াতেই ওসি রাতারাতি এই গ্রেপ্তারের নাটক সাজান। ঘটনার সূত্রপাত শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে। ওসি থানার ভেতরে আয়োজন করেন মাসিক ভোজসভা। সেখানে অতিরিক্ত পুলিশ সুপারসহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। কিন্তু টেবিলের একপাশে বসানো হয় নাওডোবা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোক্তার বেপারীকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশের নিরপেক্ষতা এ ঘটনায় প্রশ্নবিদ্ধ হলো। ওসি পারভেজ দাবি করেন, মোক্তার বাজার কমিটির সভাপতি হিসেবে ভোজসভায় ছিলেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের...