মাদরাসায় ইবতেদায়িতে মিড ডে মিল ও উপবৃত্তি চালু করা হবে জানিয়েছেন মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নূরুল হক। তিনি বলেন, মাদরাসা শিক্ষার ক্ষেত্রে ইবতেদায়িতে মিড ডে মিল ও উপবৃত্তি বন্ধ ছিল, যেটি প্রাথমিক বিদ্যালয়ে আছে। এটি আমরাও চালু করবো। মাদরাসা শিক্ষার্থীদের জন্য পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি বন্ধ ছিল। সেটি আমরা এরইমধ্যে সার্কুলার দিয়েছি। এ বছর থেকে তারা বৃত্তি পরীক্ষা দেবে।’ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও মাদরাসা শিক্ষার মানোন্নয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সুরাইয়া আক্তার লাকি। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মো....