পাকিস্তানের সামরিক বাহিনীর গাড়িবহরে জঙ্গিদের হামলায় অন্তত ১২ সেনা নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, আজ শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সাউথ ওয়াজিরিস্তানের পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর গাড়িবহরে গুলি চালায় জঙ্গিরা। পাল্টাপাল্টি গুলিতে ১২ সেনা নিহত হন এবং আহত হন অন্তত ৪ জন। এ সময় ১৩ জঙ্গি নিহত হয় বলে জানিয়েছে আইএসপিআর। এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান হিসেবে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সেনাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ড্রোন জব্দ করে নেওয়ার দাবি করেছে গোষ্ঠীটি। হামলার আশঙ্কায় সাধারণত ওই এলাকায় সামরিক গাড়িবহর যাতায়াতের সময়...