১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম শেরপুরের নালিতাবাড়ীতে ধর্ষণ মামলা ধামাচাপা দিতে ধর্ষিতার বিরুদ্ধে এক যোগে ৪ টি চুরির মামলা দায়ের করে হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের কয়রাকুড়ি গ্রামে। আদালতে দায়ের করা মামলার সূত্রে জানা যায়, কয়রাকুড়ি গ্রামের মৃত ওয়াজেদ মাস্টারের ছেলে মোঃ আরিফ হোসেন (৩৫) দীর্ঘদিন ধরে প্রতিবেশী ২ সন্তানের জননী লাকী আক্তারের বাড়িতে যাতায়াত করতেন। অভিযোগ অনুযায়ী, আরিফ বিভিন্ন অজুহাতে ওই নারীর সাথে সম্পর্ক গড়ে তোলেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। প্রায় ১ মাস আগে লাকীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ সৃষ্টি করে আরিফ। রাজি না হওয়ায় মান সম্মান নষ্ট করার হুমকি দিয়ে তার কাছ থেকে ২ ধাপে ১ লাখ টাকা আদায়...