প্রতিবারের ন্যায় এবারো হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা- ২০২৫ সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন করার লক্ষ্যে নেত্রকোণায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্রী শ্রী কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদ্যাপন পরিষদ নেত্রকোণা জেলা শাখা এই বর্ধিত সভার আয়োজন করে। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, পূজা উদ্যাপন পরিষদের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা বাবু নির্মল কুমার দাস ও সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু শ্যামল ভৌমিক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বাবু খগেন্দ্র নাথ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক বাবু সত্যেন্দ্র পাল,...