কুমিল্লার নাঙ্গলকোটে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফজলুল করিম নামের এক মুদি দোকানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২) সেপ্টেম্বর দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর ৫ টার দিকে ফজলুল করিমের মুদি দোকানে মুড়ি কিনতে যায় ওই শিশু। এ সময় শিশুটিকে একা পেয়ে ফজলুল করিম দোকানের ভিতর নিয়ে শিশুর গায়ে ও স্পর্শকাতর স্থানে হাত দেয়। এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে দৌড়ে পালিয়ে এসে তার মাকে ঘটনাটি জানায়। এ নিয়ে এলাকায় বেশ কয়েক বার সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠক কোন মীমাংসা না হওয়ায় ওই শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নাঙ্গলকোট থানায় একটি...