বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নূরুল হক বলেছেন, মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে এবতেদায়িতে মিড ডে মিল এবং উপবৃত্তি চালু করা হবে। এ ছাড়া পঞ্চম এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ বছর থেকেই বৃত্তি পরীক্ষা দিতে পারবে।তিনি বলেন, মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ চালু করা হয়েছে, আগামী সেশন থেকে ব্যবসায় শিক্ষাও চালু করা হবে।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চেয়ারম্যান মিঞা মো. নূরুল হক বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য বিগত সময়ে যে শর্ত দিয়ে আইনের বেড়াজালে সংকুচিত করা হয়েছে, আমরা সেটি সম্প্রসারিত করছি। মাদ্রাসা স্থাপন, পাঠদান অনুমতির শর্তগুলো আমরা শিথিল করেছি। আমাদের সন্তানরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হোক আমরা বেশি বেশি চাই।তিনি...