জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল প্রায় চূড়ান্ত। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার আগে সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি মো. মাজহারুল ইসলামের। স্বতন্ত্র প্যানেল থেকে জিতু বিজয়ী হলেও তার দলের অন্য প্রার্থীরা জয়ী হতে পারেননি বলে জানা গেছে। অন্যদিকে, ছাত্রশিবির সমর্থিত “সমন্বিত শিক্ষার্থী জোট” প্যানেল থেকে জিএস পদে মাজহারুল ইসলাম ছাড়াও যুগ্ম সম্পাদক (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান এবং যুগ্ম সম্পাদক (নারী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলার নাম শোনা যাচ্ছে। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে যাদের নাম আলোচনায় রয়েছে— এবারের নির্বাচনে ১১ হাজার ৭৫৯ ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে...