১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম ছাত্রদল নেতা আবিদুল ইসলামের উক্তিকে ব্যঙ্গ করে ভিডিও তৈরির প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই যোদ্ধাদের একাংশ। শনিবার ( ১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় ক্যাম্পাসের বটতলায় এ কর্মসূচি পালন করেন তারা। এসময় জড়িতদের হল থেকে বহিষ্কারের দাবি জানান তারা। মানববন্ধনে তাদের হাতে 'আবু সাইদ-ওয়াসিমের রক্ত, বৃথা যেতে দিব না', 'জুলাই আগস্টের বিপ্লবী স্লোগান নিয়ে মককারীদের শাস্তি চাই', 'জুলাইয়ের অবমাননা মানি না, মানব না', 'বাকস্বাধীনতা চেয়েছি কিন্তু জুলাই অবমাননা চাইনি' ইত্যাদি প্লাকার্ড দেখা যায়। আইন বিভাগের শিক্ষার্থী মির্জা শাহরিয়ার বলেন, যে স্লোগান জুলাইয়ে আমাদের সাহস জুগিয়েছিল, স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াতে উৎসাহ দিয়েছিল, নির্ভীক হতে শিখিয়েছিল—সেই ঐতিহাসিক বক্তব্যকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের যারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, এ...