নেত্রকোনার খালিয়াজুরির পাঁচহাট এলাকায় ধনু নদে স্পিডবোট ডুবে নারী শিশুসহ ৪ জন নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরিদল । ওই শিশুর নাম উষামনি। শনিবার ১৩ সেপ্টেম্বর সকাল থেকে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করে দুপুরে উষামনির মরদেহ উদ্ধার করে ডুবুরিদল। নিখোঁজ অন্যদের খুঁজতে তৎপরতা অব্যাহত রয়েছে। নিখোঁজ যাত্রীরা হলেন- জেলার গাজীপুর ইউনিয়নের আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা. লাইলা আক্তার (৭), শামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১) ও নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮)। এ সময় আহত রোজিনা আক্তার (৩০), মো. ছাত্তার মিয়া ও জহিরুল ইসলাম আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, জেলার খালিয়াজুরি উপজেলার পাঁচহাট গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয় চরপাড়া গ্রামের লাল...