১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম বরিশালের মুলাদীতে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের ওপর হামলা চালিয়ে ধারাল অস্ত্র দিয়ে হাত ও পা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাতিজা সহ অপর এক নারী। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর গ্রামের এ ঘটনায় নিহত বাবুল বেপারী (৫৫) ওই গ্রামের মৃত গহর আলী বেপারীর ছেলে। নিহতের ভাতিজা আলীম বেপারী এবং একই বাড়ির ফেরদৌস বেপারীর স্ত্রী রেশমা বেগম এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুলাদী থানার ওসি সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “দীর্ঘদিন ধরে চরের জমি নিয়ে স্থানীয় করিম মল্লিকের পরিবারের সঙ্গে বাবুল বেপারীর পরিবারের বিরোধ চলে আসছিলো। শুক্রবার বিকালে কাঠের পুলে দাঁড়িয়ে...