লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বাংলাদেশি দুই টাকার জব্দ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নিরাপত্তা প্রহরীরা ইয়ার্ডে নোটগুলো দেখতে পেয়ে বন্দর কর্তৃপক্ষকে খবর দিলে বিজিবির সহযোগিতায় এসব টাকা উদ্ধার করা হয়।বন্দর কর্তৃপক্ষ জানায়, জব্দ নোটের মোট মূল্য এক লাখ টাকা। ধারণা করা হচ্ছে, কোনো একটি চক্র মাদকসেবন বা নতুন নোট চোরাচালানের উদ্দেশ্যে এগুলো বন্দরে নিয়ে আসে। তল্লাশির খবর পেয়ে তারা নোটগুলো ফেলে রেখে পালিয়ে যায়।বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বলেন, নিরাপত্তা প্রহরীদের কাছ থেকে খবর পেয়ে বিজিবিকে সঙ্গে নিয়ে নোটগুলো উদ্ধার করা হয়েছে।বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম বলেন, পণ্যবাহী ট্রাকে চোরাচালানের আশংকায় তল্লাশি চলছিল। একপর্যায়ে খবর পেয়ে বন্দর ইয়ার্ড থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ টাকার নোট উদ্ধার করা হয়।সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১০ জনকে হস্তান্তর করল বিএসএফবর্তমানে...