জামালপুরের মাদারগঞ্জে সাপের কামড়ে আমিনুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের খিলকাটি এলাকায় সাপের কামড়ের ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম ওই এলকার গেন্দা দোকানদারের ছেলে। স্থানীয় ও স্বজনরা জানায়, শুক্রবার দিবাগত রাতের প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন আমিনুল ইসলাম। ঘরের বাইরে অন্ধকারের মধ্যে খোলা জায়গায় প্রস্রাব করতে বসেন তিনি। এ সময় তার হাতে সাপে কামড় দেয়। পরে তার ডাক-চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে কবিরাজের কাছে নিয়ে যায়।...