এশিয়া কাপে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থানরত ক্রিকেটারদের সঙ্গে আজ শনিবার বিশেষ সাক্ষাৎ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।তিনি মাঠে বসে সরাসরি উপভোগ করবেন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচও। দলের মনোবল বাড়াতে ও আসন্ন ম্যাচগুলোতে শুভকামনা জানাতে হোটেলে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘ সময় আলাপ করেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় তিনি অনুশীলন, ম্যাচ পরিকল্পনা ও দলের সামগ্রিক পরিবেশ নিয়েও খোঁজখবর নেন। সাক্ষাৎকালে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং কনসাল জেনারেল মো. রশেদুজ্জামান, জাতীয় দলের ম্যানেজমেন্ট ও বোর্ড কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ক্রিকেটাররা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আড্ডায় নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা শেয়ার করেন। পরে উপদেষ্টা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে তোলা ছবি শেয়ার করেন। গত কয়েক বছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বন্দ্বে উত্তাপ...