গ্রামে বড় হওয়ার সুবাদে গ্রামবাংলার প্রকৃতি আমাকে বারবার মোহিত করেছে। তখন থেকেই ইচ্ছে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার। এই ইচ্ছে আরও বেড়ে গেলো অনার্সে ভূগোল বিষয়ে চান্স পাওয়ার কারণে। নানা জায়গার ইতিহাস, অবস্থান ইত্যাদি পড়তে পড়তে ইচ্ছে করে নিজের চোখে দেখে এলে পড়া আরও দ্রুত ও সহজে মুখস্থ হতো। বছরে একবার ভ্রমণের সুবাদে সিলেটকে পর্যবেক্ষণ করার সুযোগ হলো আমাদের। সিলেট ভ্রমণের তৃতীয় দিনে আমরা গেলাম দেশের সর্ববৃহৎ জলপ্রপাত দেখতে। যার নাম মাধবকুণ্ড জলপ্রপাত। এর অবস্থান সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। ১৬২ ফুট উচ্চতা জলপ্রপাতটির। যে পাহাড় বেয়ে ঝরনা গড়িয়ে পড়ে, তার পূর্বনাম আদম আইল পাহাড় এবং পাহাড়টি কঠিন পাথরে গঠিত। পাহাড়ের ওপর দিয়ে গঙ্গামারা ছড়া বহমান। এই গঙ্গামারা ছড়া পাহাড় বেয়ে নিচে নেমে মাধবকুণ্ড জলপ্রপাত নাম ধারণ করেছে। ঝরনার নামকরণের আরও...