জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া উন্মোচন করেছে সরকার। মানবাধিকারের সুরক্ষা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) কক্সবাজারে ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ সংস্কার বিষয়ে অংশীজন পরামর্শ সভা’য় এ খসড়া প্রকাশ করা হয়। এটি বিদ্যমান ওই আইনকে প্রতিস্থাপন করবে। নতুন খসড়া অধ্যাদেশে কমিশনের স্বাধীনতা, অন্তর্ভুক্তি ও জবাবদিহি আরও জোরদার করার পাশাপাশি এর ক্ষমতাকে প্যারিস নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। খসড়ায় গ্লোবাল অ্যালায়েন্স অব ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনসের (জিএএনএইচআরআই) মূল সুপারিশগুলোও প্রতিফলিত হয়েছে। পরামর্শ সভাটির আয়োজন করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও সংসদবিষয়ক বিভাগ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাস্তবায়িত স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস প্রকল্পের আওতায় এবং বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এ সভা হয়। সভায় প্রধান অতিথির...