আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় পুলিশের সাবেক উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম নাহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।শনিবার (১৩ সেপ্টেম্বর) তদন্ত কর্মকতার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন।এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা ফতেহ মো. ইফতেখারুল আলম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আদেশ দেন।কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, গত ১৯ আগস্ট আসামি নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে তিনি ডিএমপি'র গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হন। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ট্রাইব্যুনাল বন্ধ থাকায় তাকে সরাসরি আদালতে সোপর্দ করা সম্ভব হয়নি। ফলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কাস্টডি ওয়ারেন্ট ইস্যু...