বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ও জুলাই ৩৬ আন্দোলনের মুখ্য কারিগর শহীদ জাতীয় বীর আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন বদলানোর চেষ্টা করেছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন এসবি শাখার এসপি আবু বক্কর সিদ্দিক। এ অভিযোগে রংপুরে ছাত্র-জনতার মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ্যে পুলিশ তাকে গুলি করে। পরে ময়নাতদন্তকারী চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিবুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে বলেন, তাকে একাধিকবার ময়নাতদন্ত রিপোর্ট বদলাতে ভয়ভীতি ও প্রলোভন দেয়া হয়েছিল। ড. রাজিবুল জানান, রংপুর মেডিক্যালের ভাইস প্রিন্সিপালের কক্ষে এসপি সিদ্দিক, মেট্রোপলিটন পুলিশের ডিসি মারুফ এবং স্বাচিপ নেতা ড. চন্দন তাকে মাথায় আঘাতজনিত মৃত্যুর তথ্য যুক্ত করতে চাপ দেন। এমনকি বিদেশ ভ্রমণ...