একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানানো হয়, নেপালের কাস্টমস কিয়ারেন্সের দায়িত্বে থাকা মণীশ শর্মা বলেছেন, পানিরট্যাঙ্কি নেপাল সীমান্তে বাংলাদেশ থেকে আসা যে ট্রাকগুলো আলু নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেগুলো কবে সীমান্ত পেরিয়ে গন্তব্যে পৌঁছাবে, তার নিশ্চয়তা নেই। নতুন করে বাংলাদেশ থেকে আর সামগ্রী আমদানি-রপ্তানির ঝুঁকি কেউ নিচ্ছেন না। দুদেশের মধ্যে লেটার অব ক্রেডিটের (এলসি) মাধ্যমে ব্যবসা হয়ে থাকে। জানা যায়, গত কয়েকদিনে নেপালে রপ্তানির উদ্দেশ্যে আলু, মুরগির খাবার, পাটসহ বিভিন্ন সামগ্রী বোঝাই করে বাংলাদেশের বাংলাবান্ধা হয়ে ভারতের সীমান্ত পেরিয়ে ফুলবাড়ী স্থলবন্দরে গেছে বাংলাদেশের ট্রাকগুলো। তারপর আটকে যায় ফুলবাড়ি স্থলবন্দরেই। নেপালে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। নেপাল সীমান্ত পেরিয়ে সামগ্রী নিতে আর ভারতের ফুলবাড়ী স্থলবন্দরে বেশ কিছু নেপালের ট্রাক আসে।কিন্তু তারা পণ্য নিয়ে নেপাল আর যেতে না পেরে ভারতে আটকা পড়েছে। গত বৃহস্পতিবার (৭...