চট্টগ্রামের পাঁচলাইশের হামজারবাগে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসাথে তাদের ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে নগরের হামজারবাগে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলটির নেতৃত্ব দিয়েছেন চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শীর্ষ সন্ত্রাসী নুর মোস্তফা টিনুর অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ইভান। দুপুরে তার নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সেখানে একটি ঝটিকা মিছিল বের করে। হঠাৎ করে মিছিলটি বের হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। মিছিল চলাকালীন তারা জয়বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবেসহ বিভিন্ন স্লোগান দেয়। স্থানীয়রা জানিয়েছেন, মিছিলটি হঠাৎ শুরু হওয়ায় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত সময়ের মধ্যে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তারা এ ধরনের মিছিলকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে...