নেপালের কাঠমান্ডু উপত্যকাসহ বিভিন্ন অঞ্চলে আরোপিত কারফিউ ও বিধিনিষেধ শনিবার তুলে নেওয়া হয়েছে। এতে পাঁচ দিনের সহিংসতা ও অচলাবস্থার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরা শুরু হয়েছে। বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস এ খবর জানিয়েছে। শুক্রবার সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কারফিউ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলো। নেপালের ইতিহাসে তিনিই প্রথম নারী প্রধানমন্ত্রী। কেপি শর্মা ওলির সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে আন্দোলন শুরু হলে এ সংকট তৈরি হয়েছিল। রাজনৈতিক সংকট মোকাবিলা ও নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। শনিবার নেপাল সেনাবাহিনীর মুখপাত্র জানান, কোথাও আর কারফিউ বা বিধিনিষেধ নেই। ফলে দোকানপাট, বাজার ও শপিং মল খুলে দেওয়া হয়েছে। সড়কগুলোতে আবারও যানবাহন...