সস্প্রতি ঢাকার বিশেষ জজ ৯ নং আদালতের বিচারক কবির হোসেন প্রামানিক এই দিন ধার্য করেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এনটিভি অনলাইনকে জানিয়েছেন। তিনি বলেন, গত ৩০ জুলাই আদালতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু ওই দিন কারাগার থেকে আসামিদের আদালতে হাজির না করায় বিচারক অভিযোগ গঠনের জন্য ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এছাড়া এ মামলায় সাবেক শাখা সহকারী মো. মাহবুবুল হককে জামিন দিয়েছেন আদালত। বেঞ্চ সহকারী বলেন, এ মামলায় জামিন পাওয়া অন্যরা হলেন-প্রকৌশলী আজিজুল হক, মো. হাবিব উল্লাহ, আজহারুল ইসলাম ও ইফফাত। এর আগে গত ৩১ ডিসেম্বর ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে এ মামলায় অভিযোগপত্র দাখিল করে দুদক। মামলার অভিযোগপত্র ভুক্ত ১৩ আসামি হলেন- রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম ও প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক সদস্য...