ঢাকা: নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভ্যুত্থান-পরবর্তী সময়ে নেপালে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।শনিবার (১৩ সেপ্টেম্বর) এক্স-এ (সাবেক টুইটার) দেয়া বার্তায় মোদি লেখেন, “নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন। নেপালের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারত সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”এছাড়া, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নেপালের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, “একটি ঘনিষ্ঠ প্রতিবেশী, অংশীদার গণতন্ত্র এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগী হিসেবে ভারত নেপালের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে—দুই দেশের জনগণের মঙ্গল ও সমৃদ্ধির লক্ষ্যে।”এরআগে গতকাল শুক্রবার রাতে নেপালের রাষ্ট্রপতির সরকারি বাসভবন শীতল নিবাসে সুশীলা কার্কিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন সুশীলা। তিনিই...